লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত করিম উদ্দিন একাডেমী । জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর মরহুম আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ (সাবেক সংসদ) এর সুযােগ্য পুত্র বীরমুক্তিযােদ্ধা জনাব অধ্যক্ষ মো: রশীদুজ্জামান ১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানে বর্তমান ছাত্র/ছাত্রীর সংখ্যা ৪৫০ জন। প্রতিষ্ঠাতার সুদক্ষ নেতৃত্বে ও শিক্ষকগনের ঐকান্তিক প্রচেষ্ঠায় P.S.C ও J.S.C এর সাফল্যে অভিভাবক তথা স্থানীয় জনগনের মধ্যে এই বিদ্যালয়টির গ্রহণযােগ্যতা বাড়তে থাকে। বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো: রশীদুজ্জামান বলেন, ভবিষ্যতেও যাতে প্রতিষ্ঠানটির ভালো ফলাফল অব্যাহত থাকে আমাদের সে চেষ্টা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি এটিএম আখতারুল ইসলাম প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা কমিটি এবং অভিভাবকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি
এ.টি.এম আখতারুল ইসলাম